রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীকে বাসার সামনে গুলি ও ছুরিকাঘাত

27
রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীকে

নিজ বাসার সামনে রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে সোনা ও টাকা ছিনিয়ে নিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। রোববার (২৩ ফেব্রুয়ারি) বনশ্রী এলাকায় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার মো. ফয়েজ ইকবাল বলেন, ‘রাত ১০টা ৪৫ মিনিটের দিকে মোটর সাইকেলে করে হেলমেট পরা ৫–৬ জনের একটি সশস্ত্র দল ওই ব্যক্তিকে ঘিরে ধরে বাসার সামনে তাকে ছুরিকাঘাত ও গুলি করে।’ ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম অলংকার জুয়েলার্স-এর মালিক।

 

পুলিশ জানিয়েছে, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়। ছিনতাইকারীরা তার ওপর একাধিক রাউন্ড গুলি করে। এর মধ্যে অন্তত একটি গুলি তার শরীরে আঘাত করে। এছাড়া তার পিঠে ও পায়ে ছুরিকাঘাতে জখম করেছে ছিনতাইকারীরা। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, ওই অলংকার ব্যবসায়ী ( রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীকে ) প্রায় ২০০ ভরি সোনা এবং নগদ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।

 

‘একটি অজ্ঞাত দল প্রথমে আনোয়ারুল ইসলামের জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি প্রতিরোধ করলে লাল হেলমেট পরা এক ব্যক্তি তাকে গুলি করে, আরেকজন ছুরিকাঘাত করে সবকিছু নিয়ে যায়,’ বলেন তিনি।

 

অলংকার ব্যবসায়ী আনোয়ারুল ইসলামের বড় মেয়ে ফারজানা আক্তার বলেন, ‘বিকট শব্দ শুনে আমরা বারান্দা দিয়ে উঁকি দিই। পরে শুনি কী যে গুলির শব্দ! তিনতলা থেকে নেমে দেখি আব্বু শুয়ে আছে মাটিতে — আব্বুরে কোপাইছে, ছয়টা গুলি করছে। চিৎকার করছি, গেটটা কেউ খুলুন’ । বাড়িওয়ালারা বাসার মূল ফটক খুলতে দেরি করেছেন অভিযোগ করে ভুক্তভোগীর স্ত্রী পান্না আক্তার বলেন, ফটকের চাবি নিয়ে আসার আগেই তার স্বামীকে বাইরে থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

‘হাসপাতালে নেওয়ার পর গেইট খোলা হয়। এখন সে ঢামেক মেডিকেল কলেজের আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে,’ তিনি কেঁদে বলেন। প্রথমে আনোয়ারুল ইসলামকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তিনটি মোটর সাইকেলে ছিনতাইকারীরা আনোয়ারুল ইসলামকে ঘিরে ধরে। ভিডিওতে দেখা যায়, একজন তার সঙ্গে ধস্তাধস্তি করছে। এ সময় আরেকজন তাকে লক্ষ্য করে পিস্তল থেকে এক রাউন্ড গুলি চালায়।

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহত আনোয়ারুল ইসলাম জানান, রাতে দোকান বন্ধ করে ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসায় ঢুকছিলেন তিনি।

‘এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন আমার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই তারা আমাকে লক্ষ্য করে গুলি চালায় এবং স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়,’ পুলিশকে এমনটাই জানিয়েছেন তিনি।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, বনশ্রী থেকে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

 

রামপুরা থানার ওসি আতাউর রহমান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, সম্প্রতি বনশ্রী এলাকায় এ ধরনের দুটি ঘটনা ঘটেছে। ‘আমরা উভয় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পেরেছি; এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী মোল্লা সাকিবও রয়েছে,’ তিনি বলেন।

 

পুলিশ সর্বশেষ এ ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শীঘ্রই গ্রেপ্তার করতে পারবে ‘আশাবাদ’ ব্যক্ত করে ওসি বলেন, ‘আমরা এ ঘটনার সিসিটিভি ফুটেজ এবং ভিডিও বিশ্লেষণ করছি।’

এ ঘটনার পর বাড়িটির সামনে যৌথবাহিনীর সদস্যদেরও উপস্থিত হতে দেখা যায়।

সম্প্রতি রাজধানী ঢাকায় ছিনতাইয়ের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের ‘ব্যর্থতা’র দিকে বারবার আঙুল তুলছেন অনেক মানুষ।

 

বনশ্রীর ছিনতাই ও গুলির ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন একদল শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ২টায় এক বার্তায় জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত আড়াইটায় তার বাসায় জরুরি সংবাদ ব্রিফিং করবেন।